Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন ২০২৫

Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের ভিতরে অনেকেরই জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানায় বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। যার কারণে আপনার Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন করবেন। এর জন্য কি কি ডকুমেন্টে সাবমিট করতে হবে এবং কত টাকা ফি দিতে হবে।

Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন

এখন পর্যন্ত Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন আবেদন অনলাইন করা হয়নি। তাই আপনাকে অফলাইনে Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন আবেদন করতে হবে। যার জন্য আপনাকে অনলাইন থেকে Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন ফরম প্রিন্ট করে সেটি পূরণ পূর্বক আবেদন করতে হবে।

Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন

Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন ফরম ২ ডাউনলোড করার নিয়ম

যেহেতু আপনাকে সশরীরে Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন আবেদন করতে হবে। তাই শুরুতেই আপনাকে অনলাইন থেকে স্থায়ী ঠিকানা পরিবর্তন ফরম ডাউনলোড করে নিতে হবে। Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন ফরম ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজারের সার্চবারে nidbd লিখে সার্চ করুন। 

তারপর সার্চ রেজাল্টে আসা services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন ফরম ২ ডাউনলোড করার নিয়ম

এখন শুরুতেই উপরের 3 মাইনাস অপশন থেকে ‘ডাউনলোড’ লেখাতে ক্লিক করুন। তাহলে অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে ‘তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম’ অপশনে ক্লিক করুন। তাহলে ফর্ম ২ নামে একটি ফর্ম ওপেন হবে। যেটি আসলে Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন ফরম ২। 

আরো পড়ুনঃ অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম- ২০২৪

এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো। এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটি পূরণ করে Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন আবেদন করতে হবে।

Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন ফরম ২ পূরণ করার নিয়ম

চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে ফর্ম ২ পূরণ করবেন। নিম্নে ফর্ম ২ এর কিছু নমুনা তুলে ধরা হলো।

Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন ফরম ২ পূরণ করার নিয়ম

এখানে শুরুতেই জাতীয় পরিচয়পত্রধারীর নাম অপশনে আপনার নামটি লিখুন। তারপর জাতীয় পরিচিতি নম্বর অপশনে আপনার Nid নম্বরটি বসিয়ে দিন। কিন্তু আপনি যদি ১৮ বছরের কম বয়সী হয়ে থাকেন। তাহলে আপনার আইনানুগ অভিভাবকের নাম ও জাতীয় পরিচয়পত্র তথ্য দিতে হবে। 

কিন্তু আপনি যদি এই ধরনের কোন ব্যক্তি না হয়ে থাকেন। তাহলে অপশনটি খালি রাখতে পারেন এবং নিচে অনেকগুলো কলাম দেখতে পাবেন। এখন সে কলামে আপনি কি কি পরিবর্তন করতে চাচ্ছেন সেটি উল্লেখ করতে হবে। ঠিকানা অপশনে আপনার বর্তমান জাতীয় পরিচয় পত্রের ঠিকানা দিতে হবে এবং ‘চাহিত সংশোধিত তথ্য’ অপশনে আপনার সঠিক ঠিকানাটি তুলে ধরতে হবে। 

আরো পড়ুনঃ ১ দিনের ভিতরে নতুন ভোটার হোন- ২০২৪

তারপর সর্বশেষ কলামে সংযুক্ত দলিলাদি/মন্তব্য ঘরের প্রথম ঘরে আপনার ‘জন্ম সনদ’ দ্বিতীয় বক্সে ‘স্কুল সার্টিফিকেট’, তৃতীয় বক্সে ইউটিলিটি বিল ইত্যাদি উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন করার জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করবেন সেটি উল্লেখ করুন। 

কলম দিয়ে স্পষ্টভাবে আপনার সকল তথ্য লিখে পূরণ করার পর একটু নিচে গেলে জমাকৃত ফি এর পরিমাণ দেখতে পাবেন। অর্থাৎ Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন করার জন্য আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। যেটি আপনি আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে জানতে পারবেন। তাঁরাই আপনাকে বলে দিবে কত টাকা পেমেন্ট করতে হবে এবং কিভাবে পেমেন্ট করবেন। 

এখন ফরমের আরেকটু নিচে গেলে আবেদনকারী স্বাক্ষর দেখতে পাবেন। সেখানে আপনার স্বাক্ষরটি দিয়ে দিন। তারপর জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করুন। 

মনে রাখবেন এই ফর্মের আপনাকে তেমন কিছুই পূরণ করতে হবে না। শুধুমাত্র নাম, জাতীয় পরিচয় পত্র ও সংশোধিত তথ্য এবং স্বাক্ষর দিলেই হবে। ফরমটি পূরণ করার পর এখন আপনাকে এর সাথে আরো কিছু ডকুমেন্ট যুক্ত করতে হবে। এতে করে আপনার Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে সুবিধা হবে।

Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন ডকুমেন্ট সংযোজন

  • অনলাইন জন্ম সনদের ফটোকপি 
  • চেয়ারম্যান অথবা কাউন্সিলর এর প্রত্যয়ন পত্র 
  • নাগরিক সনদ পত্র
  • ইউটিলিটি বিল যেমন: পানি, বিদ্যুৎ ও গ্যাস বিলের কপি 
  • জমির খতিয়ান বা ট্যাক্স রশিদ (যদি থাকে)
  • পাসপোর্ট (যদি থাকে)

উপরোক্ত ডকুমেন্টগুলো আপনার ফরম ২ এর সাথে সংযুক্ত করে। উপজেলা নির্বাচন কমিশন অফিসে দাখিল করুন। যদি আপনার সকল কাগজপত্র ঠিক থাকে তাহলে কিছুদিনের মধ্যে আপনার Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন Approved হয়ে যাবে। 

আরো পড়ুনঃ নতুন জন্ম নিবন্ধন আবেদন পদ্ধতি- ২০২৪

এভাবে আপনি খুব সহজে সহজ কয়েকটি ধাপ অতিক্রম করি Nid তে স্থায়ী ঠিকানা পরিবর্তন আবেদন করতে পারবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment