বাচ্চাদের ফোনে নজরদারি করবেন কিভাবে সেই সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনার বাসায় যদি অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা থাকে এবং তার কাছে যদি মোবাইল থাকে। তাহলে আপনার উচিত অবশ্যই প্যারেন্টিং কন্ট্রোল এপ্লিকেশন ব্যবহার করা।
তাঁর কারণ হলো: বর্তমান অনলাইনের সময়ে আপনার বাচ্চা যেকোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে। যেমন: আপনার বাচ্চা মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখতে পারে, খারাপ মানুষের সাথে যোগাযোগ করতে পারে অথবা মোবাইল ফোনের মাধ্যমে ব্যাটিং সাইট সহ বিভিন্ন ইলিগ্যাল সাইটে অ্যাক্সেস নিতে পারে ইত্যাদি।
তাই অভিবাক হিসেবে উচিত আপনার বাচ্চাকে সঠিক পথে পরিচালিত করা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে প্যারেন্টিং কন্ট্রোল এপ্লিকেশন ব্যবহার করে বাচ্চাদের ফোনে নজরদারি করবেন।
বাচ্চাদের ফোনে নজরদারি করবেন যেভাবে
বাচ্চাদের ফোনে নজরদারি করার জন্য আমরা আপনাদের সাথে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করছিলাম। সেই এপ্লিকেশনটির নাম হলো: famiguard। ফেমিগার্ড হলো: একটি গ্যারেন্টিং কন্ট্রোল এপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনি উইন্ডোজ, ম্যাকে কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফেমিগার্ড এপ্লিকেশন ব্যবহার করে বাচ্চাদের ফোনে নজরদারি করবেন।
ফেমিগার্ড এপ্লিকেশনের মাধ্যমে কি কি কাজ করা যায়
ফেমিগার্ড এপ্লিকেশনের মাধ্যমে কি কি কাজ করা যায়। সেই সম্পর্কে বিস্তারিত নিম্নে তালিকা হিসেবে তুলে ধরা হলো:
- ফেমিগার্ড এপ্লিকেশনের মাধ্যমে আপনি স্ক্রিন ম্যানেজ করতে পারবেন
- লাইভ রেকর্ডিং শুনতে পারবেন
- তাছাড়াও আপনার বাচ্চার ফোনের অ্যাপ আপনি কন্ট্রোল করতে পারবেন
- আপনার বাচ্চার মোবাইল কন্টাক্ট করতে পারবেন
- কন্টেন্ট মনিটার করতে পারবেন এবং
- রিমোট কন্ট্রোল সহ আরো নানা কাজ করতে পারবেন।
উপরে উল্লেখিত ফিচার গুলো আপনি ফেমিগার্ড এপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফেমিগার্ড এপ্লিকেশন ব্যবহার করতে হয়।
ফেমিগার্ড এপ্লিকেশন ব্যবহার করার নিয়ম
বাচ্চাদের ফোনে নজরদারি করার জন্য আপনার দুটো ফোন প্রয়োজন হবে। একটি হচ্ছে: আপনার নিজের এবং অপরটি আপনার বাচ্চার। এখন প্রথমেই আপনার বাচ্চার ফোনে অ্যাপ্লিকেশনটি সেট আপ করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশনটি সেটআপ করার জন্য আপনার বাচ্চার মোবাইলে থাকা সংযোগ চালু করুন।
তারপর যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে famiguard.com লিখে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি ফেমিগার্ড এপ্লিকেশনের ভিতরে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি এন্টারফেস ওপেন হবে। এখন আপনি Sign in/Up লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন পাবেন। যেমন:
- Email address and
- Password
এখন আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে। তাহলে একাউন্ট তৈরি করার জন্য Email address অপশনে আপনার পছন্দ অনুযায়ী একটি ইমেইল এড্রেস লিখুন এবং Password অপশনে আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড লিখুন।
এখন ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড লেখা হয়ে গেলে নিচে থেকে Create Account লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট তৈরি করা সম্পন্ন হবে। আর আপনার যদি আগে থেকে ফেমিগার্ড এপ্লিকেশন একাউন্ট তৈরি করা থাকে।
তাহলে Login অপশনে ক্লিক করে আপনার একাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগইন করুন।
এখন লগইন করা হয়ে গেলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তাহলে আপনি নিচে থেকে Get Started লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন পাবেন। যেমন:
- Buy Now and
- View demo
এখন আপনি Buy Now লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তাদের বিভিন্ন ধরনের প্ল্যান দেখতে পাবেন। যেমন: আর্লি প্ল্যান, মান্থলি প্লান ইত্যাদি।
এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোন প্ল্যান পারচেজ করতে পারবেন।
তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি প্ল্যান পারচেজ করুন। এখন আপনার প্ল্যান পারচেজ করা হয়ে গেলে সরাসরি একাউন্ট অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি ‘I am Ready’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে অ্যাপ্লিকেশনটি ইন্সটল করার জন্য দুটি ভার্সন চলে আসবে। যেমন:
- অ্যান্ড্রয়েড ভার্সন এবং
- iOS ভার্সন
এখন আপনার বাচ্চার মোবাইল যদি অ্যান্ড্রয়েড ভার্সন হয়ে থাকে। তাহলে অ্যান্ড্রয়েড ভার্সন সিলেক্ট করুন। আর আপনার বাচ্চার মোবাইল যদি iOS ভার্সন হয়ে থাকে। তাহলে iOS ভার্সন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি
অ্যান্ড্রয়েড ভার্সন অপশনটিতে ক্লিক করলেন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কিছু নোটিশ দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: সেখানে থাকা নোটিশগুলো ভালোভাবে পড়তে হবে। এখন আপনি স্কোল করে নিচে নামলে একটি লিংক দেখতে পাবেন। তাহলে আপনি লিংকটিতে ক্লিক করুন।
আরো পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৫
এখন লিংকটিতে প্রবেশ করলে ডাউনলোড করার অপশন চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: আপনার মোবাইলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এখন এপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পরে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ইন্সটল করুন। এখন অ্যাপ্লিকেশনটি ইন্সটল হওয়ার পরে ‘ওপেন’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি Install লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখান থেকে Yes অপশনে ক্লিক করুন এবং পরবর্তী অপশন থেকে Unknown সোর্সটি অন করুন। তারপর আবারোও Install লেখাটিতে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন ফেমিগার্ড প্রো ফর এন্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।
এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: এপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার জন্য আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখন কয়েক মিনিটের মধ্যে ‘System Update Service’ নামে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইন্সটল করতে হবে। তাহলে আপনি অ্যাপসটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করুন।
এখন অ্যাপ্লিকেশনটি ইন্সটল হওয়ার পরে অ্যাপসটি ওপেন করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি নিচে থেকে Agree লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনি যে ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করেছেন।
এখানে সেই ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড লিখে Login অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন বাচ্চাদের ফোনে নজরদারি করার জন্য প্রথমেই আপনার বাচ্চার নাম লিখুন। তারপর নিচে আপনার বাচ্চার জেন্ডার সিলেক্ট এবং বয়স নির্বাচন করে Next লেখাটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Manually Configure এবং
- Verify setup with famiguard pro
এখন আপনি নিচে থেকে Configuration লেখাটিতে ক্লিক করে proceed to settings অপশনে ক্লিক করুন। তারপর স্ক্রোল করে নিচে থেকে ‘System Update Service’ নোটিফিকেশনটি অন করুন। তাঁরপর আবারোও proceed to settings অপশনে ক্লিক করে Accept লেখাটিতে ক্লিক করুন।
তাহলে পরবর্তী অপশনে দেখতে পাবেন google-এ প্লে প্রোটেক্ট অপশনটি আপনাকে অফ করতে বলা হয়েছে। এখন আপনি সেটিংস অপশন থেকে google-এ প্লে প্রোটেক্ট অপশনটি অফ করুন। তবে এখানে একটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আপনি যদি google-এ প্লে প্রোটেক্ট অপশনটি অফ করে দেন। তাহলে আপনার মোবাইলে কোন হার্ম ফুল এপ্লিকেশন থাকলে সেটা আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ, আপনার ফোনটি আনপ্রটেস্কেড হয়ে যাবে। এখন এই অ্যাপ্লিকেশনটি আপনি যদি আপনার বাচ্চার ফোনে ব্যবহার করেন। তাহলে আপনাকে আনপ্রটেস্কেড স্যাক্রিফাইস করতে হবে।
অন্যথায়, আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন না। এখন আপনি যদি মনে করেন অ্যাপ্লিকেশনটি আনসেট। তাহলে আপনি এখান থেকে স্কিপ করতে পারবেন। এখন বাচ্চাদের ফোনে নজরদারি করতে বা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য অপশনটি অফ করুন। এখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি নিচে থেকে ‘already set’ লেখাটিতে ক্লিক করে Yes অপশন ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে Proceed to settings লেখাটিতে ক্লিক করুন। তারপর ‘System Update Service’ অপশনটি অন Allow অপশনে ক্লিক করুন। সাধারণত, অ্যাপটিতে যে পারমিশন গুলো চাইবে। এখান থেকে সেই পারমিশন গুলো অটোমেটিক নিয়ে নিবে।
এখন আপনি ‘Proceed to settings’ লেখাটিতে ক্লিক করুন। তারপর আবারোও ‘System Update Service’ পারমিশনটি অন করুন। এভাবে আপনার ফোনের সকল অ্যাক্সেস এই অ্যাপ্লিকেশনটি নিয়ে নিবে। এখন আপনি আবারো ‘Proceed to settings’অপশনটিতে ক্লিক করুন। তারপর আবারোও ‘System Update Service’ পারমিশনটি অন করে Allow অপশনে ক্লিক করুন।
এখন আপনি আবারোও ‘Proceed to settings’অপশনটিতে ক্লিক করুন। তারপর স্কোল করে নিচে নামলে ‘Activate this device admin app’ নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি ‘Activate this device admin app’অপশনে ক্লিক করুন।
তারপর আপনি admin অ্যাপ্লিকেশনটি অ্যাকটিভ করুন এবং আবারোও ‘Proceed to settings’ অপশনটিতে ক্লিক করুন। তারপর সেখান থেকে permission অপশনে ক্লিক করে লোকেশন সার্ভিসটি অন করুন। তারপর আবারোও ‘Proceed to settings’ অপশনটিতে ক্লিক Allow অপশনে ক্লিক করুন।
তারপর আপনাকে ভেরিফাই সেট আপ করতে হবে। এখানে আপনি সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Manually Configure এবং
- Verify setup with famiguard pro
এখন আপনি নিচে থেকে ‘verify set-up’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী রাতে নিয়ে যাবে এবং সেখানে verify successful লেখাটি চলে আসবে। অর্থাৎ, আপনার অ্যাপ্লিকেশনটি আপনার বাচ্চার ফোনে সেটআপ হয়ে গিয়েছে। এখন এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে সকল ইনফরমেশন সেন্ড করবে।
আরো পড়ুনঃ অনলাইনে খতিয়ান অনুসন্ধান করার উপায়
অর্থাৎ, এটি ব্যবহার করে বাচ্চাদের ফোনে নজরদারি করতে পারবেন। যেমন: আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, মোবাইলে কি দেখছে এবং কার সাথে কথা বলছে ইত্যাদি। এখন আপনি একটি একাউন্টের মাধ্যমে আপনার বাচ্চার ফোনটি মনিটর করতে পারবেন। এখন আপনি চাইলে আপনার মোবাইল থেকে ইনস্টলেশন যে গাইডলাইনটা রয়েছে সেটি আনইন্সটল করতে পারবেন।
এখন আপনার বাচ্চার ফোনের কাজ শেষ। অর্থাৎ, আপনার বাচ্চার ফোনের সেটিং সেটআপ করা সম্পন্ন হয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনার বাচ্চার ফোন মনিটর করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ফোন থেকে আপনার বাচ্চার ফোন মনিটর করবেন।
নিজের ফোন থেকে বাচ্চাদের ফোনে নজরদারি
নিজের ফোন থেকে বাচ্চাদের ফোনে নজরদারি বা মনিটর করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে famiguard.com লিখে সার্চ করুন। তাহলে আপনাকে আবারোও সরাসরি ফেমিগার্ড এপ্লিকেশনের ভিতরে নিয়ে যাবে। এখন আপনি Sign in/Up লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ইমেইল এবং পাসওয়ার্ড অপশন দেখতে পাবেন। এখন আপনি আপনার ইমেইল এবং পাসওয়ার্ড বসিয়ে নিচে থেকেক Sign in লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি উপর থেকে মার্ক করা অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Member Center
- Dashboard and
- Log out
এখন আপনি ‘Dashboard’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটা প্যানেল ওপেন হয়ে যাবে। এখন আপনি সেখানে দেখতে পাবেন আপনার বাচ্চার ফোনটি একটিভ হয়ে যাবে। এখন আপনি উপর থেকে ‘অ্যারোকে’ অপশনটিতে ক্লিক করে আপনার বাচ্চার ফোন একটিভ হয়েছে কিনা সেটি দেখতে পারবেন।
এখন থেকে আপনি আপনার বাচ্চার ফোনের যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে ফেমিগার্ড এপ্লিকেশন ব্যবহার তথ্য চেক করতে হয়।
ফেমিগার্ড এপ্লিকেশন ব্যবহার করে তথ্য চেক করার নিয়ম
ফেমিগার্ড এপ্লিকেশন ব্যবহার করে তথ্য চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ফেমিগার্ড একাউন্ট প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি Sync অপশনে ক্লিক করে আপনার বাচ্চার ফোনে সকল ডিটেলস দেখতে পাবেন। তাছাড়াও আপনি যদি আপনার বাচ্চা লোকেশন ট্র্যাক করতে চান। এখন উপর থেকে ‘অ্যারোকে’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনি পরবর্তী অপশনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Logs
- Phone Files
- Location tracking
- Social app
- Video app
- Live recording
- Remote control
- Date Export এবং
- Permission check
এখন আপনি ‘Logs’ অপশনে ক্লিক করে আপনার বাচ্চার ফোনের সকল ডিটেলস দেখতে পারবেন এবং সেখান থেকে এক্টিভিটিস গুলো দেখতে পারবেন। অর্থাৎ, আপনার বাচ্চা মোবাইল ফোনে কি কি দেখেছে এবং কত সময় দেখেছে সেটি দেখতে পাবেন।
তারপর Phone Files অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Call lock
- Messenger
- Gmail
- Contacts
- Browser history
- Photos
- Video preview
- Screen time
- Keylogger
- Calendar
- App Library
- Location tracking
- Geofence
- Wifi Logger
- Social Apps এবং
- Video apps ইত্যাদি
এখন আপনি Call lock অপশনে ক্লিক করে আপনার বাচ্চার ফোনের কল লক দেখতে পাবেন। যেমন: আপনার বাচ্চা কোন নম্বরে কথা বলেছে, কত মিনিট কথা বলেছে অথবা কোন নম্বর থেকে আপনার বাচ্চার মোবাইলে ফোন এসেছে ইত্যাদি তথ্য দেখতে পাবেন।
তাছাড়াও Messenger অপশনে ক্লিক করে দেখতে পাবেন। আপনার বাচ্চা কার কার কাছে Messenger করেছে অথবা কে কে আপনার বাচ্চার মোবাইলে মেসেজ পাঠিয়েছে। তারপর Gmail অপশনে ক্লিক করে আপনার বাচ্চার ফোনের জিমেইল দেখতে পারবেন।
তাছাড়াও আপনি Contacts অপশন ক্লিক করে আপনার বাচ্চার ফোনে কার কার নম্বর সেভ করা রয়েছে। সেটি দেখতে পাবেন এবং কার কার নম্বর ব্লক করা রয়েছে সেটি দেখতে পারবেন। একইভাবে Browser history অপশনে ক্লিক করে আপনার বাচ্চার Browser history দেখতে পারবেন।
তাছাড়াও আপনি Gallery অপশনে ক্লিক করে আপনার বাচ্চার ফোনের গ্যালারির ফটো দেখতে পারবেন। একই ভাবে Video preview অপশনে ক্লিক করে আপনার বাচ্চার ফোনের ভিডিও দেখতে পারবেন। তারপর Screen time অপশনে ক্লিক করে আপনার বাচ্চা কতক্ষণ মোবাইল ব্যবহার করেছে সেটি দেখতে পাবেন। এইভাবে আপনি প্রত্যেকটি অপশন ব্যবহার করে আপনার বাচ্চার মোবাইলের সকল ডিটেলস দেখতে পারবেন।
একইভাবে আপনি Keylogger অপশনে ক্লিক করে আপনার বাচ্চার ফোনের Keylogger দেখতে পারবেন। তারপর App Library অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার বাচ্চার ফোনে কোন অ্যাপ্লিকেশন ইন্সটল করা হয়েছে এবং কোন অ্যাপ্লিকেশন লিমিট করা হয়েছে দেখতে পারবেন।
তাছাড়াও আপনি চাইলে App Library অপশনের মাধ্যমে আপনার বাচ্চার ফোনের এপ্লিকেশন লিমিট করতে পারবেন। অর্থাৎ, আপনি App Library মাধ্যমে আপনার বাচ্চার ফোনের লিমিট করতে পারবেন। যাতে করে নির্দিষ্ট একটি টাইমের পরে আপনার বাচ্চা আর ফোন ব্যবহার করতে পারবে না।
আরো পড়ুনঃ মৃত্যু সনদের জন্য অনলাইন আবেদন ২০২৫
একইভাবে আপনি চাইলে Location tracking অপশনের মাধ্যমে আপনার বাচ্চার ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। এখন আপনি Geofence অপশন ক্লিক করে আপনার বাচ্চার ফোনের Geofence দেখতে পারবেন। এভাবে আপনি প্রত্যেকটি অপশনের মাধ্যমেই আপনি দেখতে পারবেন আপনার বাচ্চা মোবাইলে কি করছে ইত্যাদি যাবতীয় বিষয়াদি।
আশাকরি, বুঝতে পেরেছেন। কিভাবে খুব সহজে বাচ্চাদের ফোনে নজরদারি করবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।