পেওনিয়ার ভার্চুয়াল কার্ড নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা পেওনিয়ার একাউন্ট ব্যবহার করেন। তারা চাইলে খুব সহজেই পেওনিয়ার ভার্চুয়াল কার্ড নিতে পারবেন।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে পেওনিয়ার ভার্চুয়াল কার্ড নিবেন, পেওনিয়ার ভার্চুয়াল কার্ড কিভাবে একটিভ করবেন, পেওনিয়ার ভার্চুয়াল কার্ড নিতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, পেওনিয়ার ভার্চুয়াল কার্ড নিলে কোন চার্জ দিতে হবে কিনা এবং এর সুবিধা-অসুবিধা গুলো সম্পর্কে।
পেওনিয়ার ভার্চুয়াল কার্ড নেওয়ার উপায়
পেওনিয়ার ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে পেওনিয়ার অ্যাপ্লিকেশন অথবা পেওনিয়ার একাউন্টে ‘লগইন’ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন নিচে লক্ষ্য করলে আপনি চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Home
- Activity
- Actions এবং
- Cards
এখন আপনি উপরে উল্লেখিত অপশন গুলো থেকে Cards অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার যদি পেওনিয়ার কার্ড এক্টিভ থাকে। তাহলে আপনার কার্ডটি চলে আসবে। আর আপনার যদি কার্ড এক্টিভ না থাকে। তাহলে Card order now লেখা দেখতে পাবেন।
এখানে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে। সেটি হলো: এখানে আপনি একদম নতুন অবস্থায় পেওনিয়ার ভার্চুয়াল কার্ড নিতে পারবেন না। এখানে আপনি Received payments of at…….. account in a 6 month period লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ, গত 6 মাসে আপনার একাউন্টে 100$ ট্রানজেকশন থাকতে হবে।
তাহলে Provide info now অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সঠিকভাবে সাবমিট করুন। তাহলে আপনার সামনে virtual Card নামে একটি অপশন শো করবে। এখন আপনি ভার্চুয়াল কার্ড অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখান থেকে Submit লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এড্রেস ভেরিফাই এর অপশন দেখতে পাবেন।
এখন আপনাকে আপনার এড্রেস ভেরিফাইড করতে হবে। এড্রেস ভেরিফাইড করার জন্য এখানে আপনাকে এমন একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। যে ডকুমেন্টর ভিতরে ব্যাংকের লেটার হেড থাকবে। অর্থাৎ, ব্যাংকের লোগো থাকবে। তাছাড়াও স্টেটমেন্টের তারিখ এবং আপনার নাম এড্রেস ইত্যাদি তথ্য থাকতে হবে।
তারপর সেই সাথে আপনাকে এনসিওর করতে হবে। সেই ডকুমেন্ট এর ভিতরে ব্যাংকের কর্মকর্তার নাম, সিল এবং স্বাক্ষর থাকতে হবে। এখন আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করেন। তাহলে আপনার আবেদনটি সঠিক হবে না। এখানে অবশ্যই আপনাকে সলভেন্সি সাবমিট করতে হবে।
এখন আপনি স্ক্রোল করে নিচে নামলে সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Utility bill এবং
- Bank document
এখন আপনি Bank document অপশনে ক্লিক করে Browser অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি আপনার মোবাইল গ্যালারিতে নিয়ে যাবে। এখন আপনি আপনার ডকুমেন্টটি সিলেক্ট করে আপলোড করুন। তারপর নিচে থেকে সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলে Thank you for submitting….. requested লেখা চলে আসবে।
এখন আপনাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনি আপনার একাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে। তখন Approved লেখা চলে আসবে। তবে এখানে অবশ্যই আপনাকে ভ্যালিড ডকুমেন্ট সাবমিট করতে হবে।
এখানে আপনি যদি ভুল ডকুমেন্ট সাবমিট করেন তাহলে। আপনার একাউন্ট ক্লোজ করে দিতে পারে। তাই অবশ্যই সঠিক ডকুমেন্ট সাবমিট করুন। যখনি আপনার ব্যাংক ডকুমেন্ট এপ্রুভ হয়ে যাবে। তখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন Bank Document অপশনের পাশে Approved লেখাটি চলে আসবে। এখন আপনি আবারোও পেওনিয়ার থেকে Card অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন সেখানে ভার্চুয়াল কার্ড এড করার অপশন চলে এসেছে।
এখন আপনি Activate Card অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন সেখানে লক্ষ্য করলে পিন নম্বর সেট করার অপশন চলে আসবে। যেমন:
- New 4-digit PIN এবং
- Confirm New PIN
এখানে আপনাকে একটি 4 ডিজিটের পিন সেট করতে হবে। যেটি ট্রানজেকশনের সময় আপনার প্রয়োজন হবে। তাহলে New 4-digit PIN এবং
Confirm New PIN অপশনে একই পিন নম্বর বসিয়ে দিন। তারপর নিচের বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে Activate অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি বসিয়ে Submit অপশনে ক্লিক করুন। তাহলে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং Your Card is activated…. For use লেখা চলে আসবে।
এখন এই ভার্চুয়াল কার্ডের নম্বর ব্যবহার করে যেকোনো ইন্টারন্যাশনাল জায়গাতে পেমেন্ট করতে পারবেন। তাছাড়াও, আপনার প্রয়োজন অনুসারে যে যে জায়গায় ডলার পেমেন্ট করা দরকার। সেই সেই জায়গায় এই ভার্চুয়াল কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। সেই সাথে পেপাল ছাড়াও অন্যান্য জায়গায় এই ভার্চুয়াল কার্ডটি ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ নতুন জন্ম নিবন্ধন আবেদন পদ্ধতি- ২০২৪
বর্তমান সময়ে এই ভার্চুয়াল কার্ডটির জন্য অ্যানুয়াল ফি সম্ভবত 15 ডলার চার্জ নিয়ে থাকে। যেটি অ্যাকাউন্ট মেইনটেনেন্স সাথে। তবে সময়ের ক্ষেত্রে ভার্চুয়াল কার্ডের অ্যানুয়াল ফি কিছুটা পরিবর্তন হতে পারে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। পেওনিয়ার ভার্চুয়াল কার্ডের আবেদন করতে হয়। তাছাড়াও পেওনিয়ার ভার্চুয়াল কার্ডের সুবিধা এবং অসুবিধা ইত্যাদি সম্পর্কে। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।