দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বা মালিকানা যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। জমি ক্রয় বিক্রয় অথবা বিভিন্ন প্রয়োজন জমির মালিকানা যাচাই করার প্রয়োজন হতে পারে।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই করবেন। এবং কিভাবে অনলাইনের মাধ্যমে জমির খতিয়ান ডাউনলোড করবেন বা সার্টিফাইড কপি অর্ডার করবেন।
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বা মালিকানা যাচাই
দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google Chrome Browser ওপেন করুন এবং সার্চ বারে eporcha লিখে সার্চ করুন। এখন search রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস Open হবে।
এখন আপনি সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- নির্দেশিকা
- সার্ভে খতিয়ান
- নামজারি খতিয়ান
- মৌজা ম্যাপ এবং
- আবেদনের অবস্থা
এখন আপনি যে খতিয়ান চেক করতে চাচ্ছেন। সেই খতিয়ানের উপর ক্লিক করুন। উদাহরণ স্বরূপ, আপনি সার্ভে খতিয়ান চেক করতে চাচ্ছেন। তাহলে সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন। এখন নিচে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
তাহলে এখানে আপনার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করুন। তারপর স্ক্রোল করে নিচে নামলে সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- খতিয়ানের ধরন
- মৌজা এবং
- খতিয়ানের তালিকা
তাহলে আপনি আপনার ‘খতিয়ানের ধরন’ সিলেক্ট করুন। তারপর আপনার ‘মৌজা’ নির্বাচন করুন। এখন ‘খতিয়ানের তালিকা’ অপশনে ক্লিক করুন। তাহলে সেখানে আপনার খতিয়ানের তালিকা দেখতে পাবেন।
এখন খতিয়ানের তালিকা চেক করার জন্য নিচে থেকে ‘অধিকতর অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- মালিকের নাম এবং
- দাগ নং
এখানে আপনি দুই ভাবে ‘খতিয়ানের তালিকা’ চেক করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি দাগ নম্বর দিয়ে খতিয়ানের তালিকা চেক করতে চাচ্ছেন। তাহলে ‘দাগ নং’ অপশনে ক্লিক করে আপনার খতিয়ানের দাগ নম্বরটি লিখুন এবং খুঁজুন অপশনে ক্লিক করুন।
তাহলে ‘খতিয়ানের তালিকা’ অপশনে আপনার দাগ নম্বরটির তথ্য চলে আসবে। এখন আপনি সেখানে ডাবল ক্লিক করলে আপনার খতিয়ানের তথ্য গুলো দেখতে পাবেন। এখন আপনি বিস্তারিত অপশনে ক্লিক করে আপনার সকল দাগ নম্বর ও মালিক বা দখলদারের নাম দেখতে পাবেন।
এখন আপনি চাইলে এখান থেকে আপনার খতিয়ান এর অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি নিতে পারেন। অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি নেওয়ার জন্য নিচে থেকে ‘খতিয়ান আবেদন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফরম ওপেন হবে। এখন আপনাকে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
ফর্মটিতে লক্ষ্য করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- উপজেলা/ সার্কেল
- মৌজা
- খতিয়ান নং
- জাতীয় পরিচয়পত্রের নং (ইংরেজিতে)
- জন্ম তারিখ
- নাম (ইংরেজি) জাতীয় পরিচয় পত্র অনুযায়ী
- মোবাইল নম্বর এবং
- ক্যাপচা
তাহলে উপরে উল্লেখিত ‘জাতীয় পরিচয় পত্রের নং’ অপশনে আপনার এন আইডি কার্ড নম্বরটি বসিয়ে দিন। তারপর আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ এবং নাম লিখুন। এখন নিচে মোবাইল নম্বর অপশন দেখতে পাবেন।
সেখানে আপনার সচল একটি মোবাইল নম্বর বসিয়ে দিন এবং নিচের ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচ থেকে ‘যাচাই করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ‘সফল হয়েছে’ লেখা দেখতে পাবেন।
এখন আপনি নিচে থেকে ok অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখান থেকে স্ক্রোল করে নিচে নামুন। তাহলে এড্রেসের অপশন দেখতে পাবেন। এখন আপনি আপনার এড্রেসটি লিখুন। তারপর নিচে ‘আবেদনের ধরন’ অপশন দেখতে পাবেন।
এখন আপনি আবেদনের ধরন অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- অনলাইন কপি এবং
- সার্টিফাইড কপি
এখন আপনি যদি অনলাইন কপি নিতে চান তাহলে অনলাইন কপিতে ক্লিক করুন। তাহলে অনলাইন কপিটি দেখতে পাবেন। কিন্তু আপনি যদি সার্টিফাইড কপি নিতে চান। তাহলে সার্টিফাইড কপিতে ক্লিক করে আপনাকে ১০০ টাকা পেমেন্ট করে ডাকযোগ আপনার সার্টিফাইড কপিটি নিতে হবে। এর জন্য হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে।
এখন ১০০ টাকা পেমেন্ট করার জন্য নিচে থেকে আপনার পছন্দের পেমেন্ট মেথডটি বেছে নিন। তারপর যোগফল ক্যাপচাটি পূরণ করে ‘পরবর্তী ধাপ (ফি পরিশোধ)’ অপশনে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ/রকেট বা নগদ নম্বর দিয়ে Confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার নম্বরে একটি Otp code যাবে সেটি দিয়ে Confirm করে payment সম্পন্ন করুন।
এখন আপনার পেমেন্ট সম্পন্ন করা হয়ে গেলে আপনাকে সার্টিফাইড কপিটি ডাউনলোড করার অপশন দিবে। আপনি ‘Download again’ অপশনে ক্লিক করে সার্টিফাইড কপিটি ডাউনলোড করতে পারবেন। তাহলে সার্টিফাইড কপিটি ডাউনলোড করার জন্য ‘Download again’ অপশনে ক্লিক করে সার্টিফাইড কপিটি ডাউনলোড করুন।
প্রশ্ন ও উত্তর
দাগ নাম্বার দিয়ে জমির ম্যাপ কিভাবে দেখব?
প্রথমে dlrms.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর মৌজা ম্যাপ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে “খুজুন” বাটনে ক্লিক করুন। তাহলেই জমির মৌজা ম্যাপ দেখতে পারবেন।
সার্টিফাইড কপি কিভাবে ডাকযোগে নিতে হবে?
সার্টিফাইড কপি নেওয়ার জন্য “অফিস কাউন্টার/ডাকযোগ” অপশন সিলেক্ট করতে হবে। তারপর মৌজা ম্যাপ আবেদন এর ফরমে ঠিকানা দিতে হবে। সেই ঠিকানায় ডাকযোগে মৌজা ম্যাপ পৌঁছে যাবে।
আশাকরি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই করতে হয়। আপনার সুবিধার জন্য নিচে একটি ভিডিও দিয়ে দেওয়া হলো। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।