Binance একাউন্ট খোলার নিয়ম ২০২৫

Binance একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা বিভিন্ন মাইনিং সাইটে কাজ করেন। সচরাচর মাইনিং সাইটে কাজ করার পরে পেমেন্টটি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেওয়া হয়। যার জন্য প্রয়োজন Binance একাউন্টের।

আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা সঠিকভাবে Binance একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানেন না। তাই তাদেরর জন্য আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার হাতা থাকা স্মার্টফোনটি ব্যবহার করে Binance একাউন্ট তৈরি করবেন, Binance একাউন্ট ভেরিফিকেশন করবেন এবং Binance একাউন্ট তৈরি করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

Binance একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি আমাদের দেওয়া লিংকে ক্লিক করে Binance একাউন্ট তৈরি করেন। তাহলে 20$ থেকে 200$ পর্যন্ত বোনাস পেতে পারেন। তাই Binance একাউন্ট খোলার জন্য আমাদের দেওয়া লিংকে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি বাইনান্স ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

Binance একাউন্ট খোলার নিয়ম

এখন আপনি ফর্মটিতে লক্ষ্য করলে Email/ Phone Number অপশন দেখতে পাবেন। এখন Email/ Phone Number অপশনে ক্লিক করে আপনার একটি সচল ইমেইল এড্রেস বসিয়ে দিন। তারপর নিচে থেকে Next অপশন ক্লিক করুন। তাহলে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। 

এখন আপনাকে আপনার ইমেইল থেকে সেই ভেরিফিকেশন কোডটি এনে বসাতে হবে। ভেরিফিকেশন কোডটি বসানো হয়ে গেলে নিচে থেকে Next অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ‘Create a Password’ নামে একটি অপশন দেখতে পাবেন। 

Binance একাউন্ট খোলার নিয়ম

পরবর্তীতে Binance একাউন্ট লগইন করার জন্য আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড লিখুন। এখানে অবশ্যই আপনাকে 8 to 128 characters পাসওয়ার্ড সেট করতে হবে। 

আরো পড়ুনঃ অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম- ২০২৪

এখন পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আবারোও নিচে থেকে Next অপশন ক্লিক করুন। তাহলে Binance এ আপনার একটি একাউন্ট তৈরি তৈরি হয়ে যাবে যেখানে Welcome aboard লেখা চলে আসবে। এখন আপনি নিচে থেকে 

Next লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি পেইজ ওপেন হবে। 

Binance একাউন্ট খোলার নিয়ম

এখন আপনি একটু স্ক্রোল করে নিচে নামুন। তাহলে Android Download নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি Android Download অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে Google play store এ নিয়ে যাবে। 

এখন Binance অ্যাপসটি ইন্সটল করুন। অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। 

Binance একাউন্ট খোলার নিয়ম

এখন আপনি প্রথম অপশন অর্থাৎ, I’m New to crypto অপশন এ ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে Login অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে আপনার ইমেইল বসিয়ে Next অপশন ক্লিক করুন।

এখন পরবর্তী অপশনে আপনার একাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে আবারোও Next অপশন ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনার ইমেইল একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি এখানে বসিয়ে Submit অপশন ক্লিক করুন। তাহলে আপনার Binance একাউন্ট লগইন হয়ে যাবে এবং এমন একটি নতুন পেইজ ওপেন হবে। 

Binance একাউন্ট খোলার নিয়ম

তথ্য ভেরিফাইড করুন

এখন আপনি আপনার দেশ সিলেক্ট করুন এবং নিচে থেকে Continue অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং নতুন একটি ফরম ওপেন হবে। এখন আপনি যদি ফরমটিতে লক্ষ্য করেন। তাহলে সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Nationality 
  • Full Name 
  • Father’s Name এবং 
  • Date of Birth 

তাহলে প্রথমেই আপনার Nationality সিলেক্ট করুন। তারপর আপনার Full Name এবং Father’s Name লিখুন। তারপর নিচে Date of Birth অপশন দেখতে পাবেন।

এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Continue অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং  সেখানে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। 

 তথ্য ভেরিফাইড করুন

যেখানে Binance এর নতুন একটি আপডেট দেখতে পাবেন। যার সাহায্যে আপনি বাইনান্সের Quick verification করতে পারবেন। এখন আপনি উপরের National ID Easy verification অপশন ক্লিক করে Continue লেখাটিতে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বসিয়ে Continue অপশন ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার সেলফি দিতে হবে। তাহলে সেলফি উঠানোর জন্য Continue অপশন ক্লিক করুন। তাহলে অটোমেটিক আপনার মোবাইল ক্যামেরা ওপেন হবে যাবে। 

আরো পড়ুনঃ অনলাইনে ট্যাক্স টোকেন নবায়ন ২০২৪

এখন আপনি স্পষ্টভাবে আপনার একটি সেলফি তুলুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অটোমেটিক Under Review লেখা চলে আসবে। অর্থাৎ, আপনাকে ২দিন অপেক্ষা করতে হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: ২দিন অপেক্ষা করতে হবে। এখন ২দিন মধ্যে আপনার একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হবে। 

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে Binance একাউন্ট তৈরি করবেন। তাছাড়াও Binance একাউন্ট তৈরি করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কিভাবে Binance একাউন্ট ভেরিফিকেশন করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। 

Leave a Comment