অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন। যাদের ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড রয়েছে। এখন থেকে আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের নম্বর ব্যবহার করে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করতে পারবেন।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করবেন। অনলাইনে থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন
বর্তমান সময়ে আপনি দুইভাবে অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করতে পারবেন। যেমন: মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে
অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করতে হয়। অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন।
তারপর আপনার Mobile কিংবা Computer থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Bsp.brta.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি Bsp portal ওয়েবসাইটে নিয়ে আসবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার জন্য সর্বপ্রথম ‘নিবন্ধন’ অপশনে ক্লিক করে আপনার একাউন্টে নিবন্ধন করুন। আর আপনার যদি আগে থেকে বিআরটিএ পোর্টাল একাউন্ট থাকে। তাহলে আপনার একাউন্টে লগইন করুন।
অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার জন্য অবশ্যই আপনাকে একাউন্ট নিবন্ধন করতে হবে এবং আপনার একাউন্টের তথ্যের সাথে ড্রাইভিং লাইসেন্সের তথ্য মিল থাকতে হবে। এখন আপনি যদি একাউন্ট তৈরি করতে চান। তাহলে নিবন্ধন অপশনে ক্লিক করুন।
তারপর আপনার জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং মোবাইল নম্বর ব্যবহার করে একাউন্ট নিবন্ধন করুন। এখানে অবশ্যই আপনি যে জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করবেন। সেইম একই জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে রেজিস্টারকৃত একটি সিমের নম্বর এখানে ব্যবহার করতে হবে। অন্যথায়, আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় সমস্যা হতে পারে।
এখন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনার একাউন্টে প্রবেশ করুন। আর আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে। তাহলে ‘প্রবেশ করুন’ অপশনে ক্লিক করে আপনার একাউন্টে লগইন করুন। এখন ‘প্রবেশ করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি ফর্ম ওপেন হবে।
অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার জন্য আপনার একাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে একাউন্টে ‘লগইন’ করুন। এখন আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে। তাহলে উপর থেকে ‘ম্যান’ আইকনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে তিনটি অপশন চলে আসবে। যেমন:
- প্রোফাইল
- পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং
- লগ আউট
অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার জন্য উপরে উল্লেখিত অপশন থেকে ‘প্রোফাইল’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে নিয়ে যাবে।
এখন আপনার প্রোফাইলটি যদি ভেরিফাই করা না থাকে। তাহলে ‘জাতীয় পরিচয় পত্র নম্বর’ অপশনের পাশে থেকে ‘রিলোড’ অপশনে ক্লিক করুন। তাহলে অটোমেটিক আপনার জাতীয় পরিচয় পত্র তথ্য অনুযায়ী অপশন গুলো পূরণ হয়ে যাবে।
এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: সেখানে থাকা ফাঁকা ঘরগুলো আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্র তথ্য অনুযায়ী পূরণ করতে হবে। তারপর নিচে থেকে ‘প্রোফাইল হালনাগাদ’ অপশন এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টের হালনাগাদ সম্পন্ন করুন।
আরো পড়ুনঃ ১০ মিনিটে ই পাসপোর্ট অনলাইন আবেদন ২০২৫
এখন প্রোফাইলে হালনাগাদ করা হয়ে গেলে পুনরায় ড্যাশবোর্ডে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে। যেমন:
- শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্য
- ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন
- লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন
- ই ড্রাইভিং লাইসেন্স (রূপান্তরিত)
- মোটরযান তথ্য
- এপয়েন্টমেন্ট এর সময়সূচি
- ড্রাইভারদের তথ্য
- রাইট শেয়ারিং মোটরযান সংক্রান্ত তথ্য এবং
- রাইট শেয়ারিং মোটরযান সংক্রান্ত অন্যান্য আবেদন
অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার জন্য ‘ই ড্রাইভিং লাইসেন্স (রূপান্তরিত)’ অপশনে ক্লিক করে আবারোও ই ড্রাইভিং লাইসেন্স (রূপান্তরিত) অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি নতুন পেইজ ওপেন হবে।
এখানে আপনি কিছু নির্দেশনা দেখতে পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ‘বিআরটিএ সেবা বাতায়ন’ নির্দেশনাগুলো সম্পর্কে।
বিআরটিএ সেবা বাতায়ন নির্দেশনাগুলো
বিআরটিএ সেবা বাতায়ন’ নির্দেশনাগুলো সম্পর্কে বিস্তারিত নিচে তালিকা হিসেবে তুলে ধরা হলো:
- আপনাদের ভিতরে যাদের ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ রয়েছে। সেই সকল ইউজাররা এই প্যানেল থেকে আবেদন করতে পারবে।
- আপনাদের ভিতরে যাদের নতুন সিস্টেমে আবেদন নাই। সেই সকল ইউজাররা এই প্যানেল থেকে আবেদন করতে পারবে।
- আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে ইউজার প্রোফাইল ভেরিফাই করতে হবে এবং
- আর আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই না থাকে। তাহলে ইউজার প্রোফাইল অপশনের পাশে থেকে রিফ্রেশ বাটন অপশনে ক্লিক করে আপনার একাউন্টে ভেরিফাই সম্পূর্ণ করতে পারবেন।
তাহলে আপনি উল্লেখিত নির্দেশনা গুলো ভালোভাবে পড়ুন এবং নিচে থেকে ‘আমি সম্মত’ লেখাটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন ‘বিদ্যমান লাইসেন্স এর তথ্য অনুসন্ধান’ নিচে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- রেফার নম্বর*
- প্রথম ইস্যুর তারিখ* এবং
- লাইসেন্স উল্লেখিত জন্ম তারিখ*
তাহলে প্রথমেই আপনার ড্রাইভিং লাইসেন্সের রেফার নম্বরটি সঠিকভাবে লিখুন। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রথম ইস্যুর তারিখ এবং লাইসেন্স উল্লেখিত জন্ম তারিখ লিখুন। এখন তথ্যগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে থেকে ‘অনুসন্ধান’ অপশনে এডিট করুন।
তাহলে পরবর্তী অপশনে আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য দেখতে পাবেন। যেমন:
- ড্রাইভিং লাইসেন্স নম্বর
- রেফার নম্বর
- আবেদন কারীর নাম
- মাতার নাম
- পিতার নাম
- ইস্যুর তারিখ
- জন্ম তারিখ এবং
- প্রথম ইস্যুর তারিখ ইত্যাদি
এখন আপনি সেখানে থাকা ড্রাইভিং লাইসেন্স সকল তথ্য ভালোভাবে চেক করুন। তারপর স্ক্রোল করে নিচে নামলে ‘সাবমিট করুন’ লেখা দেখতে পাবেন। এখন আপনি সেখান থেকে ‘সাবমিট করুন’ লেখাটিতে ক্লিক করুন।
তাহলে পরবর্তী অপশনে ‘your application submitted to brta….. your dashboard’ লেখাটি দেখতে পাবেন।
এখন আপনি নিচে থেকে ‘ই ড্রাইভিং লাইসেন্স (রূপান্তরিত)’ অপশন এ ক্লিক করুন। তাহলে সেখানে আপনার আবেদনটি পেইন্টিংয়ে রয়েছে সেটি দেখতে পাবেন। এখন আপনাকে বিআরটিএ এপ্রুভাল জন্য অপেক্ষা করতে হবে। তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে বিআরটিএ আপনার অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন তথ্যটি যাচাই-বাছাই করবে।
আরো পড়ুনঃ ৫ মিনিটে অনলাইনে জমির খতিয়ান সংশোধন করুন
এখন আপনার যদি সকল তথ্য সঠিক থাকে। তাহলে বিআরটিএ থেকে আপনার অনলাইন ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন অ্যাফ্রুভাল দিয়ে দিবে এবং অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার অপশন দিয়ে দিবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে হবে।
অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড
অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার একাউন্টে প্রবেশ করুন। তারপর সেখান থেকে ‘ই ড্রাইভিং লাইসেন্স (রূপান্তরিত)’ অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনার একাউন্টটি এপ্রুভাল হয়ে গেলে সেখানে ‘your e-driving licence…. By brta’ লেখা দেখতে পাবেন। এখন ‘ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড’ করার জন্য ‘ই ড্রাইভিং লাইসেন্স’ অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে।
এখন ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড সম্পূর্ণ হলে দেখতে পাবেন। আপনার সামনে ই ড্রাইভিং লাইসেন্সের পেপারটি ওপেন হবে। এখন আপনি এই ই ড্রাইভিং লাইসেন্স এর পেপারটি মোবাইল কিংবা অন্য কোথাও সংরক্ষণ করে গাড়ি ড্রাইভ করতে পারবে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করতে হয়, অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় ইত্যাদি। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।