বাইকের মালিকানা পরিবর্তন করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি অথবা বাইক ব্যাপক হারে কেনাবেচা হচ্ছে। আর আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করেন। তাহলে প্রথমেই আপনার প্রয়োজন হবে বাইকের মালিকানা পরিবর্তন করা।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার হতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে বাইকের মালিকানা পরিবর্তন করবেন, বাইকের মালিকানা পরিবর্তন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং এবং কিভাবে বাইকের মালিকানা পরিবর্তন করে কিভাবে অনলাইন পেমেন্ট করবেন ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
বাইকের মালিকানা পরিবর্তন করার নিয়ম
বাইকের মালিকানা পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে bsp.brta.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি বিআরটিএ পোর্টাল ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
বাইকের মালিকানা পরিবর্তন করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র এবং সেই জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত একটি সিমের নম্বর দিয়ে এখানে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। এখন অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য ‘নিবন্ধন’ অপশনটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ‘আপনার কি কোন একাউন্ট নেই? তাহলে এখানে নিবন্ধন করুন’ নামে একটি অপশন দেখতে পাবেন। এখন তার নিচে আরো কতগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- জন্ম তারিখ
- জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং
- মোবাইল নম্বর
তাহলে প্রথমেই আপনি আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ এবং জাতীয় পরিচয় পত্রের নম্বরটি লিখুন। তারপর নিচে ‘মোবাইল নম্বর’ অপশন দেখতে পাবেন। এখন মোবাইল নম্বর অপশনে আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে নিবন্ধিত একটি মোবাইল নম্বর বসিয়ে দিন।
এখন সকল অপশন সঠিক থাকলে নিচে থেকে ‘অনুসন্ধান’ লেখাটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী ধাপগুলোতে সঠিক তথ্য দিয়ে আপনি একটি একাউন্ট তৈরি করুন। এখন অ্যাকাউন্ট তৈরি করা সম্পন্ন হলে আপনার একাউন্টটি ভেরিফাইড করুন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আপনার একাউন্টে লগইন করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি বাম পাশে লক্ষ্য করলে সেখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- হোম
- ড্যাশবোর্ড
- প্রোফাইল
- পাসওয়ার্ড পরিবর্তন করুন
- ড্রাইভিং লাইসেন্স
- মটোরযান সংক্রান্ত
- রাইড শেয়ারিং
- এপয়েন্টমেন্ট এবং
- বিভিন্ন সেবার ফ্রি ইত্যাদি
বাইকের মালিকানা পরিবর্তন করার জন্য ‘মটোরযান সংক্রান্ত’ অপশনটি সিলেক্ট করুন। তাহলে নিচে অনেকগুলো অপশন শো করবে। যেমন:
- মোটরযান সংযুক্ত করুন
- মোটরযান নিবন্ধনের জন্য আবেদন
- মোটরযান তথ্য পরিবর্তনের জন্য আবেদন
- মোটরযান মালিকানা পরিবর্তনের জন্য আবেদন এবং
- মোটরযান মালিকের তথ্য সংশোধনের জন্য আবেদন ইত্যাদি
বাইকের মালিকানা পরিবর্তন করার জন্য ‘মোটরযান সংযুক্ত করুন’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এখন বাইকের মালিকানা পরিবর্তন করার জন্য সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
তাহলে প্রথমেই ‘মোটরযান অনুসন্ধান’ নামে একটি অপশন দেখতে পাবেন এবং তার নিচে মোটরযান অনুসন্ধানের জন্য চারটি অপশন পাবেন। যেমন:
- রেজিস্ট্রেশন নম্বর (শেষ চার সংখ্যা)
- উৎপাদনের বছর
- চ্যাসিস নম্বর এবং
- ইঞ্চির নম্বর/মোটর নম্বর
তাহলে আপনি আপনার বাইকের তথ্য অনুযায়ী উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। তারপর নিচে থেকে ‘অনুসন্ধান’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন বাইকের মালিকের নাম ইত্যাদি তথ্য চলে আসবে। এখন আপনি ‘সংযুক্ত করুন’ অপশনটিতে ক্লিক করে তথ্যটি সংযুক্ত করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাইকের মালিকানা পরিবর্তন করতে হয়।
বাইকের মালিকানা পরিবর্তনের পদ্ধতি
বাইকের মালিকানা পরিবর্তন করার জন্য আবারোও ‘মোটরযান সংক্রান্ত’ অপশনে ক্লিক করে ‘মোটরযান মালিকানা পরিবর্তনের জন্য আবেদন’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি ‘গাড়ির মালিকানা পরিবর্তন’ লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার বাইকের রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন। এখন আপনি সেখানে দেখতে পাবেন। আপনি যে বাইক এড করেছেন সেটি চলে আসবে। এখন আপনি আপনার বাইকটি সিলেক্ট করুন। তাহলে নিচে আপনার বাইকের সকল ডিটেইল চলে আসবে। যেমন:
- রেজিস্ট্রেশন নম্বর
- মোটরযানরে ধরন
- মালিকানা ধরন এবং
- সি সি ইত্যাদি
তাছাড়াও বাইকের মালিকানা পরিবর্তন করার জন্য উপরে কিছু নির্দেশনা দেখতে পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বাইকের মালিকানা পরিবর্তন নির্দেশনা সম্পর্কে।
বাইকের মালিকানা পরিবর্তন নির্দেশনা
বাইকের মালিকানা পরিবর্তন করার নির্দেশনা গুলো নিম্নে দেওয়া হলো:
- আপনার গাড়ির সকল কাগজপত্র যেমন: (ফিটনেস, ট্যাক্স টোকেন ইত্যাদি) হালনাগাদ থাকতে হবে।
- আপনার মোটরযানটি বিআরটিএ সার্ভিস পোর্টালে সংযুক্ত থাকতে হবে এবং মোটরযানটি মোটরযান সংযুক্ত করন মেনু থেকে সংযুক্ত করতে হবে
- বাইকের সমস্ত তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে এবং
- শুধুমাত্র অনলাইনে ব্যক্তিগত বাইকের মালিকানা পরিবর্তন করতে পারবেন ইত্যাদি।
তারপর নিচে ‘বর্তমান মালিকের তালিকা’ ইত্যাদি তথ্য দেখতে পাবেন।
এখন প্রথমেই আপনাকে ‘মালিকানার ধরন’ নির্বাচন করতে হবে। তাহলে আপনি আপনার
মালিকানার ধরন সিলেক্ট করুন। তারপর নিচে থেকে গাড়ির মালিকানা বদলির কারন এবং গাড়ি ক্রয়ের মুল্য নির্বাচন করুন। তারপর নিচে ‘জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত তথ্য’ অপশন দেখতে পাবেন।
এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য দেখতে পাবেন। অর্থাৎ, বর্তমান মালিকের জাতীয় পরিচয়পত্রের তথ্য দেখতে পাবেন। এখন নিচে ‘টি আই এন’ তথ্য অপশন দেখতে পাবেন। তাহলে আপনি আপনার ‘টি আই এন’ নম্বরটি লিখুন এবং নিচে থেকে অনুসন্ধান লেখাটিতে ক্লিক করুন।
তাহলে নিচে ‘টি আই এন’ নম্বর নম্বর, ব্যক্তির নাম
টি আই এন জোন এবং টি আই এন সার্কেল ইত্যাদি তথ্য দেখতে পাবেন। এখন নিচে নতুন মালিকের ঠিকানা ও যোগাযোগের তথ্য নামে একটি অপশন দেখতে পাবেন এবং সেখানে অনেকগুলো অপশন পাবেন। যেমন:
- নতুন মালিকের নাম*
- জাতীয়তা*
- পিতার নাম (ইংরেজি)*
- মাতার নাম (ইংরেজি)*
- স্বামী/স্ত্রীর নাম (ইংরেজি)*
- অভিভাবকের নাম (ইংরেজি)*
- জন্ম নিবন্ধন নম্বর
- লিঙ্গ*
- পাসপোর্ট নম্বর
- মোবাইল নম্বর* এবং
- দেশ*
এখন আপনি জাতীয় পরিচয় পত্র অনুযায়ী মালিক/ব্যক্তি অনুসন্ধান করতে ‘এখানে ক্লিক করুন’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম এবং মোবাইল নম্বর ইত্যাদি তথ্য চলে আসবে।
এখন আপনি যদি নিচে থেকে অনুসন্ধান লেখাটিতে ক্লিক করেন। তাহলে অটোমেটিক অপশন গুলো পূরণ হয়ে যাবে। আর আপনি চাইলে পুনরায় অপশনগুলো পূরন করতে পারবেন। এখন উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি অপশন দেখতে পাবেন। এখন সেখানে স্থায়ী ঠিকানা অটোমেটিক বসানো থাকবে।
আরো পড়ুনঃ ১০ মিনিটে ই পাসপোর্ট অনলাইন আবেদন ২০২৫
এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: আপনার স্থায়ী ঠিকানা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে হবে। এখন সকল অপশন সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে থেকে ‘সংরক্ষণ করুন’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে vehicle transport ….. successfully!।
এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে আপনাকে কি ফাইল সংযুক্ত করতে হবে সেটা দেখতে পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বাইকের মালিকানা পরিবর্তন করতে কি কি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে
বাইকের মালিকানা পরিবর্তন ফাইল সংযুক্ত
বাইকের মালিকানা পরিবর্তন করতে যে যে ফাইল সংযুক্ত করতে হবে। সেটি তালিকা হিসেবে তুলে ধরা হলো:
- Owner specimen signature*
- T.T.O.From*
- T.O.From*
- Sale receipt Copy*
- Affidavit of purchaser*
- Affidavit of seller*
- Purchaser Nid Copy*
- Seller Nid Copy*
- Registration certificate copy*
- Tax token copy*
- Utility bill if (applicable) and
- Driving license copy (purchaser)
বাইকের মালিকানা পরিবর্তন করার জন্য উপরে উল্লেখিত সকল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ সর্বোচ্চ 600 কিলোবাইটার মধ্যে হতে হবে।
এখন উপরে উল্লেখিত সকল রকম আপলোড করা হয়ে গেলে নিচে থেকে ‘অনলাইন ফ্রি জমা’ লেখাটিতে ক্লিক করুন।তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে please pay taka 3690 For…… অপশন দেখতে পাবেন।
অর্থাৎ, আপনাকে ৩৬৯০ টাকা পেমেন্ট করতে হবে। তাহলে চলুন দেখে কিভাবে অনলাইনে পেমেন্ট করতে হয়।
বাইকের মালিকানা পরিবর্তনের পেমেন্ট পরিশোধ করার নিয়ম
বাইকের মালিকানা পরিবর্তন পেমেন্ট করার জন্য স্ক্রোল করে নিচে নামুন। তাহলে আপনাকে বাইকের মালিকানা পরিবর্তন করতে কিসের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটি দেখতে পাবেন।
বাইকের মালিকানা পরিবর্তন পেমেন্ট করার জন্য নিচে থেকে ‘ফি জমা দিন’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনলাইন পেমেন্ট অপশন চলে আসবে। এখন প্রথমেই Mobile Number অপশন দেখতে পাবেন। তাহলে আপনি Mobile Number অপশনে টিক চিহ্ন দিয়ে দিন।
তাহলে আপনার মোবাইল নম্বরটি ডিফল্ট নম্বর হিসেবে সেট হয়ে যাবে। এখন আপনি স্কোল করে নিচে নামলে পেমেন্ট করার অপশন দেখতে পাবেন। যেমন:
- উপায়
- নগদ
- বিকাশ
- Visa card এবং
- Mastercard ইত্যাদি
উদাহরণ স্বরূপ, আপনি ভিসা কার্ডের মাধ্যমে বাইকের মালিকানা পরিবর্তন পেমেন্ট করতে চাচ্ছেন। তাহলে Visa card অপশনটি সিলেক্ট করুন। তারপর নিচে থেকে I agree with the payment…. অপশনে টিক চিহ্ন দিয়ে ‘নিশ্চিত’
অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখানে আপনার ভিসা কার্ডের ইনফরমেশন দিয়ে অপশন গুলো সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন:
- Card Holder Number
- Card Number এবং
- Expiry date ইত্যাদি
তাহলে আপনি আপনার ভিসা কার্ডের তথ্য দিয়ে অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। এখন কার্ডের ইনফরমেশন দিয়ে সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Submit লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনার মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই কোডটি বসিয়ে আবারোও Submit লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন আপনি সেখান থেকে ‘ফি পরিশোধ বিবরণ’ লেখাটিতে ক্লিক করে ফি জমার বিবরণ অপশনে ক্লিক করুন।
তাহলে পরবর্তী অপশনে আপনার পেমেন্টটি জমা হয়েছে সেটি দেখতে পাবেন। এখন আপনি প্রিন্ট অপশনে ক্লিক করে আপনার রিসিটটি প্রিন্ট করে নিতে পারবেন। এখন আপনাকে রিসিটটি সংরক্ষণ করে রাখতে হবে। এখন আপনি আবারোও ‘মোটরযান সংক্রান্ত তথ্য’ অপশনে ক্লিক করে মোটরযান মালিকানা পরিবর্তনের জন্য আবেদন অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন এবং সেখানে আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে সেটি দেখতে পাবেন। অর্থাৎ, application is painting…… approval লেখাটি দেখতে পাবেন।
এখন আপনাকে বিআরটিএ এপ্রুভাল পেতে তিন থেকে সাত কর্ম দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মাঝে মাঝে আপনি আপনার একাউন্টে লগইন করে বিআরটিএ এপ্রুভাল চেক করুন। যখনি আপনার বিআরটিএ এপ্রুভাল হয়ে যাবে। তখন ড্যাশবোর্ডের ভিতরে ‘যানবাহনের মালিকানা পরিবর্তন’ লেখাটি দেখতে পাবেন এবং সেখানে Vehicle transport within…. লেখাটি চলে আসবে।
আরো পড়ুনঃ অনলাইনে জিডি করার নিয়ম ২০২৫ | Online GD Bangladesh
অর্থাৎ, আপনার বাইকের ইন্সপেকশনের জন্য একটা তারিখ দেওয়া হবে। সেই তারিখে আগে যেকোন একটি দিনে আপনার বাইকের ইন্সপেকশন করাতে হবে। এখন আপনি ‘বিস্তারিত’ লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি ‘আবেদনের অবস্থা’ নামে একটি অপশন দেখতে পাবেন এবং সেখানে please bring your vehicle to Brta….. 2025 লেখাটি দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: নির্ধারিত তারিখের মধ্যে আপনার বাইকটি বিআরটিএ পোর্টাল নিয়ে যেতে হবে।
এখন আপনি ‘প্রিন্ট’ লেখাটিতে ক্লিক করে আপনার ভেহিকেল ইন্সপেকশন কাগজটি প্রিন্ট করুন। তাহলে সেখানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি দেখতে পাবেন এবং সেখানে আপনার বাইকের কিছু ডিটেইল দেখতে পাবেন।
তাহলে আপনি উপরে উল্লেখিত ফরমটি ভালোভাবে পড়ুন। এখন নির্ধারিত তারিখে আপনি যার কাছ থেকে বাইকটি ক্রয় করেছেন। সেই ব্যক্তিকে এবং আপনার বাইকটি নিয়ে উপস্থিত থাকতে হবে। তাঁর সাথে আপনার বাইকের প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
আপনার আবেদন ফরম, প্রয়োজনীয় ডকুমেন্ট, পেমেন্ট স্লিপ সহ সকল ডকুমেন্ট প্রদর্শন করার পর তারা আপনার তথ্যগুলো যাচাই করে দেখবে।
যদি আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনার ফোনে একটি বায়োমেট্রিক এনরোলমেন্ট এসএমএস পাঠানো হবে। তখন আপনি নির্দিষ্ট তারিখে গিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করবেন। তাহলে আপনার নামে স্মার্ট কার্ড বের হয়ে যাবে এবং বাইকের মালিকানা পরিবর্তন হয়ে যাবে।
আশা করি, আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে বাইকের মালিকানা পরিবর্তন করবেন। কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। কিভাবে এবং কত টাকা পেমেন্ট করবেন ইত্যাদি সম্পর্কে। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।