টিকটক মনিটাইজেশন করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি টিকটক মনিটাইজেশন অন করে খুব সহজে ইনকাম করতে পারবেন। সাধারণত এত দিন আপনারা টিকটক রিলস অথবা টিকটক শর্টস দেখে টাকা ইনকাম করতেন। কিন্তু এখন থেকে আপনি টিকটক মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার টিকটক মনিটাইজেশন অন করবেন, টিকটক মনিটাইজেশন অন করতে কি কি ধাপ অতিক্রম করতে হবে ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
মাত্র একটি কাজ করে টিকটক মনিটাইজেশন নিন
টিকটক মনিটাইজেশন নেওয়া উপায়। সাধারণত আমরা যখন টিকটক ভিডিও দেখে থাকি। তখন নিচে Sponsor নামে একটি অপশন দেখতে পায়। অর্থাৎ, এখন থেকে টিকটক বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে। সাধারণত টিকটক বিভিন্ন কোম্পানির থেকে বিজ্ঞাপন নিয়ে টিকটকে ছাড়ছে।
অর্থাৎ, ফেসবুক, youtube অথবা অন্যান্য প্ল্যাটফর্মের মতো এখন থেকে আপনি টিকটক মনিটাইজেশন নিতে পারবেন। তবে টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে। সাধারণত আপনি যতই ভালো টিকটক আপলোড করেন অথবা আপনার একাউন্টে যত ভালো কাজ করেন। আপনি খুব সহজেই টিকটক মনিটাইজেশন পাবেন না।
টিকটক মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার জন্য একটু কঠিন হবে। কারণ টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য আপনাকে কিছু জিনিস আগে থেকে সেটআপ করতে হবে এবং আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তাহলে টিকটক মনিটাইজেশন দেওয়ার সাথে সাথেই আপনি আবেদন করে টিকটক মনিটাইজেশন নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে টিকটক মনিটাইজেশন নিতে হয়।
টিকটক মনিটাইজেশন নেওয়ার উপায়
সাধারণত টিকটক পার্সোনাল একাউন্টে মনিটাইজেশন দিবেনা। এখন আপনি যদি টিকটক মনিটাইজেশন নিতে চান। তাহলে অবশ্যই আপনার পার্সোনাল অ্যাকাউন্টটিকে বিজনেস একাউন্টে পরিবর্তন করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য পার্সোনাল একাউন্ট থেকে বিজনেস একাউন্টে পরিবর্তন করতে হয়।
টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস একাউন্টে পরিবর্তন
টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য অবশ্যই আপনার টিকটক পার্সোনাল অ্যাকাউন্টটিকে বিজনেস একাউন্টে পরিবর্তন করতে হবে। এখন টিকটক পার্সোনাল একাউন্ট থেকে বিজনেস একাউন্টে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার tiktok একাউন্টে প্রবেশ করুন। তারপর নিচে থেকে ‘profile’ অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশন থেকে ‘থ্রি মাইনাস’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখান থেকে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- TikTok studio
- My QR Code and
- Settings and privacy
এখন পার্সোনাল একাউন্ট বিজনেস একাউন্টে পরিবর্তন করার জন্য ‘Settings and privacy’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে বেশ কয়েকটি অপশন থাকবে। যেমন:
- Account
- Privacy
- Security & permissions
- Balance
- Share profile
- Notification
- Live এবং
- Activity center ইত্যাদি
এখন আপনি account অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি নতুন ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি সেখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Account information
- Password
- Passkey
- Switch to businesses account
- Download your data এবং
- Deactivate or delete account
তাহলে আপনি ‘Switch to businesses account’ অপশনে ক্লিক করুন। এখন আপনাকে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। তাহলে Next নামে একটি অপশন দেখতে পাবেন।
এখন আপনি Next অপশনটিতে ক্লিক করুন। তারপর পরপর Next অপশনে ক্লিক করুন। তাহলে ফাইনালি আপনার সামনে Choose a Category সিলেক্ট করার ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি ‘Choose a Category’ অপশনে বিভিন্ন ধরনের ক্যাটাগরির নাম দেখতে পাবেন। যেমন:
- Art & crafts
- Automotive & Transportation
- Baby
- Beauty
- Clothing & Accessories
- Finance & Training
- Electronics ইত্যাদি
তাহলে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন। এখান থেকে সেই ক্যাটাগরিতে সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি ‘Finance & Training’ ভিডিও তৈরি করেন। তাহলে Finance & Training অপশনটি সিলেক্ট করে নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে ইমেইল অপশন এ নিয়ে যাবে।
তাহলে আপনি আপনার ইমেইল এড্রেসটি বসিয়ে দিন। অন্যথায়, Skip লেখাটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে Add your Boi নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনার একাউন্ট সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য লিখতে হবে।
আরো পড়ুনঃ মৌজা ম্যাপ ডাউনলোড করুন ২ মিনিটে
অবশ্যই Boi dataটি সর্বোচ্চ 80 ওয়ার্ডের মধ্যে হতে হবে। অন্যথায়, নিচে থেকে Skip লেখাটিতে ক্লিক করুন। এখন Boi data লেখা হয়ে গেলে Confirm অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে Congratulations! ….. Business Account লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ, আপনার পার্সোনাল একাউন্টটি বিজনেস একাউন্টে পরিবর্তন হয়েছে।
এখন টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য আপনাকে আরোও কিছু ধাপ অতিক্রম করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য আপনাকে কি কি ধাপ অতিক্রম করতে হবে।
নিয়মিত ভিডিও আপলোড
টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে রুলস মেনে ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহে অন্তত চার থেকে পাঁচটি ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এখন থেকে আপনি youtube অথবা ফেসবুকের শর্ট ভিডিও টিকটকে আপলোড করতে পারবেন।
video Engagement বাড়াতে হবে
টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য অবশ্যই আপনার টিকটক ভিডিওতে Engagement বাড়াতে হবে। এখন আপনাদের ভিতরে অনেকেই জানেন না। Engagement কি? Engagement অর্থাৎ, অডিয়েন্স এর সাথে একটি যোগাযোগ। সাধারণত টিকটকে আপনি একটি ভিডিও অথবা পোস্ট আপলোড করলেন।
এখন আপনার টিকটক ভিডিওতে অথবা পোস্টে যখন অডিয়েন্স কমেন্ট করবে। সেই কমেন্টের রিপ্লাই দেওয়াই হলো Engagement। এভাবে আপনি যতো কমেন্টের রিপ্লাই দিবেন। ততো আপনার অরিয়েন্টসের সাথে আপনার একটি ভালো সম্পর্ক তৈরি হবে। এখন আপনি যদি টিকটক মনিটাইজেশন নিতে চান। তাহলে অবশ্যই আপনার Engagement বাড়াতে হবে।
টিকটিক কমিউনিটি গাইডলাইনস
আপনার টিকটক একাউন্টে যদি কমিউনিটি গাইডলাইনস থাকে। তাহলে আপনি টিকটক মনিটাইজেশন পাবেন না। এখন আপনি যদি টিকটক মনিটাইজেশন নিতে চান।
তাহলে অবশ্যই আপনাকে টিকটিক কমিউনিটি গাইডলাইনস মেনে চলতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। টিকটিক কমিউনিটি গাইডলাইনস সম্পর্কে:
- আপনার tiktok ভিডিওতে কোন ফোন নম্বর শো করা যাবে না
- তাছাড়াও আপনার টিকটক ভিডিওতে কোন পার্সোনাল ইনফরমেশন দেখানো যাবে না
- সেনসেটিভ ভিডিও অথবা পোস্ট করা যাবে না
- টিকটক অরজিনাল মিউজিক ব্যবহার করতে হবে। আপনি টিকটক অন্য কারোর মিউজিক ব্যবহার করতে পারবেন না
- অশ্লীল ভিডিও অথবা ছবি আপলোড করা যাবে না এবং
- অপরাধমূলক কোন ভিডিও অথবা পোস্ট করা যাবে না
আপনি যদি টিকটিক কমিউনিটি গাইডলাইনস মেনে ভিডিও আপলোড করেন। তাহলে টিকটক মনিটাইজেশন দেওয়া সাথে সাথে আপনি আপনার টিকটক মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।
TikTok Content Checking
টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আরোও একটি বিষয় খেয়াল রাখতে হবে। সেটি হলো: আপনার টিকটক একাউন্টে কোন প্রবলেম রয়েছে কিনা সেটা চেক করতে হবে। এখন টিকটক একাউন্টে কোন প্রকারের সমস্যা রয়েছে কিনা। সেটি চেক করার জন্য সর্বপ্রথম আপনার টিকটক একাউন্টে প্রবেশ করুন। তারপর উপর থেকে ‘থ্রি মাইন’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী তাপে নিয়ে যাবে এবং সেখানে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- TikTok studio
- Business account
- My QR Code and
- Settings and privacy
এখন আপনি ‘TikTok studio’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন।
- Account check
- Creator Academy এবং
- Promote ইত্যাদি
এখন টিকটক একাউন্ট চেক করার জন্য Account check অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার টিকটক একাউন্ট কোন সমস্যা রয়েছে কিনা সেটি দেখতে পাবেন। যেমন: আপনার tiktok একাউন্টের লগইনে যদি সমস্যা থাকে। তাহলে লগইন অপশনের পাশে রেড মার্ক দেখতে পাবেন।
এভাবে আপনার tiktok অ্যাকাউন্টের যে যে অপশনে সমস্যা রয়েছে। সেই সেই অপশনের পাশে রেড মার্ক দেওয়া থাকবে। এখন আপনার টিকটক একাউন্টে যে ভিডিওগুলোতে সমস্যা রয়েছে। সেই ভিডিওগুলো অবশ্যই আপনাকে আপনার একাউন্ট থেকে রিমুভ করে দিতে হবে।
এখন আপনার tiktok অ্যাকাউন্টের যে ভিডিওগুলোতে সমস্যা রয়েছে। সেই ভিডিওগুলো আপনি Posts Restricted অপশনের মধ্যে পেয়ে যাবেন। এখন আপনি চাইলে ভিডিওগুলোতে আপিল করতে পারবেন। এখন আপনি যে ভিডিওটি আপিল করতে চাচ্ছেন। সেই ভিডিওর উপর ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি Apple অপশনে ক্লিক করে আপনার ভিডিওর জন্য Apple করতে পারবেন। এভাবে আপনার tiktok অ্যাকাউন্ট প্রত্যেকটি ভিডিও আপিল করতে পারবেন। অন্যথায়, আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো রিমুভ করুন। টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য অবশ্যই আপনার একাউন্টে ক্লিয়ার থাকতে হবে। অন্যথায় আপনি টিকটক মনিটাইজেশন পাবেন না।
টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আরো দুটি অপশন অন করতে হবে। এখন TikTok studio অপশন থেকে settings আইকনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী তাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Ad settings and
- Inspection settings
টিক টক মনিটাইজেশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে উপরে উল্লেখিত দুটি অপশন ওয়ান রাখতে হবে।
TikTok promote account
আপনি যদি মনে করেন আপনার টিকটক একাউন্ট থেকে কনটেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করবেন। তাহলে কখনোই আপনার টিকটক অ্যাকাউন্টটি প্রমোট করতে যাবেন না। যেমন: আপনার টিকটক একাউন্টের কোন ভিডিও প্রমোট করে ভিউ বাড়াতে যাবেন না। অথবা tiktok এ কোন অ্যাড ব্যবহার করতে যাবেন না।
আরো পড়ুনঃ বাচ্চাদের ফোনে নজরদারি করবেন যেভাবে
তাহলে আপনি কখনোই আপনার টিকটিক মনিটাইজেশন নিতে পারবেনা। এখন এই বিষয়গুলো আপনি যদি মেনে চলে আপনার tiktok account ব্যবহার করেন। তাহলে টিকটক মনিটাইজেশন দেওয়ার সাথে সাথেই আপনি টিকটক মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে টিকটক মনিটাইজেশক নিতে হয়। টিকটক মনিটাইজেশন নেওয়ার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।