ফার্মেসি কোর্স সার্টিফিকেট আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে ফার্মেসি কাউন্সিল পরিক্ষায় উত্তীর্ণ হাওয়ার পর মূল সনদ তুলতে চাচ্ছেন। তাদের জন্য আজকের পোস্টটি।
আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ফার্মেসি কোর্স সার্টিফিকেট আবেদন করতে হয় এবং কিভাবে রেজিস্ট্রেশন নম্বর নিতে হয়। তাছাড়াও কিভাবে মূল সনদ তুলতে হয় এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, কোথায় গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে ইত্যাদি। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
ফার্মেসি কোর্স সার্টিফিকেট আবেদন
ফার্মেসি কোর্স সার্টিফিকেট আবেদন করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল অথবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে pcbapps.com.bd লিখে সার্চ করুন।
তাহলে আপনাকে সরাসরি ফার্মেসি কোর্সের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আপনি সেখান থেকে ‘apply now’ অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস Open হবে।
এখন আপনি সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন
- মূল রেজিস্ট্রেশন সনদ উত্তোলন এর আবেদন এবং
- রেজিস্ট্রেশন সনদ নবায়ন এর জন্য আবেদন
এখন আপনাদের ভিতরে যারা সি ক্যাটাগরি থেকে ফার্মেসি কোর্সটি কমপ্লিট করেছেন। তারা কিভাবে অনলাইনের মাধ্যমে ফার্মেসি কোর্স সার্টিফিকেট আবেদন পূর্বে রেজিস্ট্রেশন নম্বর নিবেন এবং কিভাবে মূল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবে এসব বিষয় বিস্তারিত জানুন।
এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন সনদ এপ্রুভ হওয়ার পরে রেজিস্ট্রেশন নম্বর সহ আপনাকে মূল রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন করতে হবে।
তাহলে ‘রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন’ অপশনের নিচে থেকে ‘এখানে ক্লিক করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে একটি ফর্ম ওপেন হবে।
এখন আপনি সেখানে তিনটি ক্যাটাগরি দেখতে পাবেন। যেমন:
- B.pharm (A)
- Diploma in pharmacy (B) এবং
- Pharmacy Technician (C)
তাহলে আপনি আপনার প্রয়োজন অনুসারে ক্যাটাগরি সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি Pharmacy Technician (C) ক্যাটাগরি সিলেক্ট করলেন। তাহলে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন:
- Fast Name
- Last Name
- Mobile Number
- Email Address
- Portal Username এবং
- Password
তাহলে উপরে উল্লেখিত অপশন গুলো আপনি আপনার SSC সার্টিফিকেট অনুযায়ী সঠিক ভাবে পূরণ করুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে register অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল যাবে।
আরো পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৫
এখন আপনি সেই মেইলটি ওপেন করুন। তাহলে সেখানে ‘verify my PCB Account’ নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি ‘verify my PCB Account’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে একাউন্ট লগইন করতে হবে।
তাহলে আপনার একাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করুন। তাহলে আপনার সামনে এমন একটি পপআফ Open হবে।
এখন আপনাকে উপরে উল্লেখিত নির্দেশনা গুলো ভালোভাবে পড়ে এবং সেই অনুযায়ী ফার্মেসি কোর্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এখন আপনি নিচে থেকে Agree লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আবারো ও একটি নতুন ফরম ওপেন হবে।
এখন আপনাকে ফরমটি আপনার অরজিনাল ডকুমেন্ট অনুযায়ী পূরণ করতে হবে। এখন প্রথমে আপনার ক্যাটাগরি এবং নাম দেখতে পাবেন। তারপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Father’s name
- Mother’s Name
- Gender
- Date of birth
- Mobile home (Optional)
- NID Number/ Birth certificate
- Nationality এবং
- Workplace (optional)
তাহলে আপনার সার্টিফিকেটের অনুযায়ী উপরে উল্লেখিত অপশনগুলো সঠিকভাবে পূরণ করুন। তারপর নিচে Exam Center Name নামে একটি অপশন পাবেন। অর্থাৎ, আপনি যে Exam Center পরিক্ষা দিয়েছেন। সেই Exam Center তথ্য দিয়ে অপশনগুলো পূরন করতে হবে। যেমন:
- Exam Center Name
- I’d Number
- Batch Number এবং
- Roll Number
তাহলে Exam Center Name অপশনে আপনি যে Exam Center পরিক্ষা দিয়েছেন। সেই এক্সাম সেন্টারের নামটি লিখুন। তারপর আপনার I’d Number এবং Batch Number লিখুন। এখন আইডি নম্বর এবং ব্যাচ নম্বর লেখা হয়ে গেলে আপনার Roll Number লিখুন।
এখন আপনাকে একটি ছবি আপলোড করতে হবে। অবশ্যই ছবির সাইজ (300Px*300Px) হতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী 300Px*300Px একটি ছবি আপলোড করুন। এখন সকল অপশন সঠিকভাবে ফুলফিল করা হয়ে গেলে ‘Save and continue’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার এড্রেস ভেরিফাই করার অপশন শো করবে।
এখানে আপনাকে আপনার Present Address এবং permanent address দিতে হবে। এখন আপনি Present Address অপশনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Division
- Thana/ Upazila
- Road number
- Home (Optional) এবং
- Post office name
তাহলে আপনি আপনার Present Address অনুযায়ী উপরে উল্লেখিত অপশন সঠিকভাবে লিখুন। এখন নিচে permanent address অপশন দেখতে পাবেন এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Yes এবং
- No
এখন আপনি যদি আপনার Present Address এবং permanent address একই দিতে চান। তাহলে Yes অপশনে ক্লিক করুন। আর অন্যথায়, No অপশনে ক্লিক করে আপনার permanent address লিখুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে ‘Save and continue’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখন আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সে সম্পর্কে বিস্তারিত নিম্নের তালিকায় হিসেবে তুলে ধরা হলো:
- আপনার এসএসসি সার্টিফিকেট প্রয়োজন হবে
- আপনার ফার্মেসি কোর্সের এডমিট কার্ড প্রয়োজন হবে
- ন্যাশনাল আইডি এবং
- ড্রাগ লাইসেন্স
এখন আপনাকে উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো পিডিএফ আকারে আপলোড করতে হবে। (সাইজ 1 MB) হতে হবে। তাহলে উল্লেখিত ডকুমেন্টগুলো আপলোড করুন। তারপর ডান পাশে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Roll Number এবং
- Registration Number
এখানে আপনাকে SSC পরিক্ষার Roll Number এবং Registration Number দিতে হবে। তাহলে আপনার SSC পরিক্ষার Roll Number এবং Registration Number লিখুন। এখন সকল অপশন আবারোও ভালোভাবে চেক করুন এবং ‘Save and continue’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার ইনফরমেশন গুলো আবারোও শো করবে।
এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: পুনরায় অপশন গুলো আবারো ও চেক করতে হবে। এখন সকল অপশন সঠিকভাবে থাকলে। স্ক্রোল করে নিচে নামুন তাহলে সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Present & Permanent address view
- Documents view এবং
- Pay now
ফার্মেসি কোর্স পেমেন্ট করার নিয়ম
পেমেন্ট করার জন্য Pay now অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে পেমেন্ট মেথড দেখতে পাবেন। এখন আপনাকে ফার্মেসি কোর্স সার্টিফিকেট আবেদন করতে কত টাকা খরচ হবে সেটি দেখতে পাবেন।
তাহলে পেমেন্ট করার জন্য Pay Now অপশনে ক্লিক করে Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে সোনালি ব্যাংকের গেটওয়ে চলে আসবে। এখন আপনি সেখানে থেকে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পেমেন্ট মেথড ব্যবহার করে পেমেন্ট করুন। এখন পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে দেখতে পাবেন। আপনার আবেদনটি সাবমিট হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: আবারো ও আপনার একাউন্টে লগইন করতে হবে। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখানে আপনার ছবি, ডকুমেন্ট ইত্যাদি তথ্য দেখতে পাবেন। এখন আপনি Registration no অপশনে it will generate….. Approved লেখা দেখতে পাবেন। অর্থাৎ, আপনার ফাইনাল এপ্রুভাল হওয়ার পরে আপনার Registration No
পাবেন। তারপর আপনি মূল সনদের জন্য আবেদন করতে পারবেন।
Registration status এ লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার আবেদনটি Under processing
দেখাচ্ছে। মূলত আপনাকে প্রসেসিং কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাধারণত এটি কমপ্লিট হতে ৭ থেকে ১৫ কর্ম দিবস পর্যন্ত সময় লাগতে পারে। Processing কমপ্লিট হওয়ার পর আপনার ফোনে একটি এসএমএস আসবে। যেখানে আপনাকে বলা হবে ১৫ কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ফার্মেসী কাউন্সিলে যোগাযোগ করার জন্য।
এখন আপনি যে কাজটি করবেন সেটি হল ‘YOUR GRADE’ অপশনের সাথে থাকা Download আইকনে ক্লিক করে আপনার সামারি ডাউনলোড করে নিন। তারপর সেটি প্রিন্ট করে নিজের কাছে সংগ্রহ করুন।
এখন সামারি কপির সাথে আপনার আপলোডকৃত ডকুমেন্টগুলোর সত্যায়িত ফটোকপি গুলো ফার্মেসী কাউন্সিলে দাখিল করুন। তারপর তারা আপনার সকল ডকুমেন্টগুলো যাচাই-বাছাই করে দেখবে। সবকিছু ঠিক থাকলে ২-১ দিনের ভিতরে আপনি আবারো ফিরতি মেসেজ পেয়ে যাবেন। যেখানে বলা হবে আপনার সব কয়টি ধাপ সম্পন্ন হয়েছে। একাউন্টে লগইন করে রশিদ ডাউনলোড করুন।
রশিদ ডাউনলোড করার নিয়ম
দ্বিতীয়বার এসএমএস পাওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে। একাউন্টে লগইন করে রশিদ ডাউনলোড করা। রশিদ ডাউনলোড করতে একাউন্টে প্রবেশ করলে শুরুতেই আপনার ‘PHARMACIST PROFILE’ অপশনে Registration No এবং Status approved চলে আসছে। এখন একটু নিচে গেলে রশিদ ডাউনলোড অপশন পেয়ে যাবেন।
এখন ডাউনলোড আয়কনে ক্লিক করে রশিদটি ডাউনলোড করে নিন। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ‘Apply for certificate collection’ অপশন থেকে ফার্মেসি কোর্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এটি করার জন্য ‘Apply for certificate collection’ অপশন এ ক্লিক করুন।
আরো পড়ুনঃ অনলাইনে ট্যাক্স টোকেন নবায়ন ২০২৪
আপনি যেহেতু আগেই সব কিছু করে রেখেছেন তাই ফার্মেসি কোর্স সার্টিফিকেটের জন্য আপনাকে আর নতুন করে আবেদন করতে হবে না। শুধু ক্লিক করলেই হবে তাহলে আপনার আবেদনটি পেন্ডিং এ চলে যাবে। এখন আপনাকে আবারও এসএমএস পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এসএমএস পাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করে সার্টিফিকেটটি দেখতে পাবেন এবং সংশ্লিষ্ট কার্যালয় থেকে সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন।
আশা করি, যারা ফার্মেসি কাউন্সিলে পরীক্ষা দিয়েছেন তারা আর্টিকেলটি পড়ে খুব সহজে ফার্মেসি কোর্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন তোমাদের ওয়েবসাইটে।